সাত বছরের ছোট্ট শিশু সুমাইয়ার বাবা নেই। কয়েক বছর আগে দুই ছেলে ও দুই মেয়ে রেখে মারা গেছেন। পরে মা হনুফা বেগম আবার বিয়ে করে সংসার করছেন। পুরান ঢাকার আগামসি লেনে নতুন সংসারে দুই সন্তান ও স্বামীসহ থাকেন তিনি।
সুমাইয়ার নানি বৃদ্ধা রুপজান বেগম জানান, সুমাইয়া জন্মের পর থেকে তার কাছে থেকেই বড় হচ্ছে। সুমাইয়ার মা হনুফা প্রতিদিন সকালে এসে শাহবাগ থেকে ফুল কিনে মেয়েকে বিক্রির জন্য দিয়ে যান। ফুল বিক্রি করে যে টাকা মুনাফা হয়, তা নানির কাছে জমা রাখে সুমাইয়া।
ছোট্ট সুমাইয়ার মিষ্টি চেহারা দেখে সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে আসা তরুণ-তরুণীরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকেই নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে ফুল কিনে নেয়। সুমাইয়ার মুনাফার টাকা অল্প অল্প করে জমিয়ে গ্রামে ৫২ হাজার টাকা দিয়ে জমি রেখেছেন। ওই জমি এখন বর্গা রেখে চাষ করাচ্ছেন।
সূত্রঃ জাগোনিউজ২৪.কম