শক্তিশালী ভিশন তৈরি
নেতাকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হয়। শক্তিশালী ভিশন তৈরি করতে হয়। ভিশন বাস্তবায়নে নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। লক্ষ্য বা ভিশন হচ্ছে একটি প্রতিশ্রুতিবদ্ধ বক্তব্য যা একটি সংগঠন মধ্যবর্তী বা দীর্ঘমেয়াদে অর্জন করতে চায়। আর উদ্দেশ্য বা মিশন হচ্ছে লক্ষ্য পূরণে সংগঠনটি মধ্যবর্তী মেয়াদে বা দীর্ঘমেয়াদে কী কী কাজ সম্পাদন করবে। সহজ কথায় ভিশন হচ্ছে স্বপ্ন দেখা আর মিশন হচ্ছে স্বপ্ন বাস্তবায়নে দৃঢ়তার সঙ্গে কিছু কাজ সম্পাদন করা। এ স্বপ্নটা কিন্তু কোনো ব্যক্তির বা বহিঃপ্রেরণাকারীর স্বপ্ন নয়; এ স্বপ্ন দেখতে হবে সংগঠনের সব মিলে ফলে তার বাস্তবায়নও হবে সবার অংশীদারিত্বে।
লক্ষ্য ঠিক করা
ভিশন হলো আপনার চূড়ান্ত অবস্থানের জন্য মনের মাঝে একটি চিত্র তৈরি করা। নেতাকে দূরদর্শীতার অনুশীলন করতে হয়, কর্মীদের প্রাণবন্ত রাখতে হয়, প্রয়োজনে সহায়তা করতে হয়, যথেষ্ট উৎসাহ দিতে হয়এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে হয়।
সমস্যার সমাধান করা
কিছু সমস্যা সমাধানের পদ্ধতি চর্চা করলে বড় সমস্যাও সহজে সমাধান করা যায়। সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর পদ্ধতি জানা জরুরী । সমস্যার সমাধান করতে সমস্যা নিয়ে আলোচনা করা, মনোযোগ দিয়ে শুনা, বোঝার চেষ্টা করা এবং সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা জরুরি। প্রথমে আসল সমস্যাটা চিহ্নিত করুন। জরুরি সিদ্ধান্তগুলো আগে নেয়া। সমস্যাগুলোকে ভেঙে ফেলা। কী জানেন আর কী জানেন না তার তালিকা করা। সম্ভাব্য একাধিক সমাধান ঠিক করে রাখা। ‘রিসোর্স এলোকেট’ করা। মস্তিষ্ক এবং হৃদয়, দু’দিকেরটাই শুনা। অন্যের থেকে উপদেশ নেয়া। অগ্রগতি নিরীক্ষা করা। পেছনের সমস্যাটা বের করা।
অজুহাত না দেয়া
নেতা অজুহাত দেখাতে বা ‘অজুহাত’ খুঁজতে ব্যস্ত হবেন না। অজুহাত দাঁড় করিয়ে কোনো লাভ নেই। আর নেতারতো অজুহাত দেখানো চলে না। অন্যের অজুহাত দেখানো বন্ধ করতেও ভূমিকা রাখতে হয় নেতাকেই। তাই নানা অজুহাত
অধীনস্থদের শেখানো
নেতা অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করবেন না। অধীনস্থদের জুলুম-
দোষ স্বীকার করা
ভুল বা দোষ স্বীকার না করা অহংকারের বহিঃপ্রকাশ। নেতা নিজের ভুলের জন্য অনুতপ্ত হবেন, ক্ষমাপ্রার্থনা করবেন, না হলে নেতা শ্রদ্ধাবোধ হারাবেন
কীভাবে আন্তরিকভাবে ভুল স্বীকারে উদ্যোগী হওয়া যায়, এ জন্য রয়েছে চারটি যুক্তি। কেউ আপনার ব্যবহারে বা কর্মে আহত হলে তাঁদের চিহ্নিত করা এবং তাঁদের আঘাতে সমব্যথি হওয়া। এমন ঘটনার জন্য পুরো দায়দায়িত্ব নিজে নেওয়া। আমরা বক্তৃতায় বলি, ‘কৃতিত্ব সব আপনাদের, ব্যর্থতা যা তার দায় আমার।’ কিন্তু সত্যি তা আমরা মন থেকে কজন বলি? নিঃশর্তভাবে বলা যে ‘আমি সত্যি দুঃখিত।’ যা গোলমাল হলে একে স্তম্ভিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করা। হয়তো আন্তরিক ক্ষমাপ্রার্থনার শেষে বলা যায়, ‘আমি আর কী করতে পারি আপনার জন্য।’
ভুল, অন্তর দিয়ে স্বীকার করা, মহত্ত্বের প্রকাশ, একটি সদ্গুণ, নিজের ভেতরের সংহতি ও শক্তির প্রকাশ। বিপদে, বিপর্যয়ে, দুঃসময়ে নিজের গুণের প্রকাশ ঘটানো বরং মহৎ গুণ। একজন নেতার মধ্যে নিজের ভুল স্বীকার করার মতো শক্তি, বিশ্বাস ও সচেতনতা থাকা মহত্ত্বের লক্ষণ।
সীমাবদ্ধতাকে চিহ্নিত করা
নেতাকে নানা ধরনের সীমাবদ্ধতাকে চিহ্নিত করতে হয়। অন্তর্নিহিত কারণসমূহ চিহ্নিত করতে হয়। সীমাবদ্ধতাকে মােকাবেলা করেই কামিয়াবী নিশ্চিত করতে হয়। সীমাবদ্ধতাকে নিয়ন্ত্রণ করা , চিহ্নিত করা এবং সচেতন হওয়া নেতার কাজ।
উদাহরণ সৃষ্টি করা
নেতাকে ভালো উদাহরণ সৃষ্টি করতে হবে। পরিশ্রম করে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। সমাজে উদাহরণ হিসেবে দাঁড়াতে হবে। নতুন নতুন উদাহরণ সৃষ্টি করলে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। নেতাকে মানবিকতার উদাহরণ সৃষ্টি করতে হয়। অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করা, সচেতনতা সৃষ্টি করা , কর্মসূচি ভালোভাবে বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ।