এক পা নিয়েই সাঁতারে চমক দেখালেন ১১ বছরের পল্লব

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০১৬’ তে বয়সভিত্তিক চার ক্যাটাগরিতে ২৭৪ ছেলে এবং ৬৫ মেয়েসহ ৩৩৯ জন প্রতিযোগীয় অংশগ্রহণ করে। এদের মধ্যে পল্লব কুমার কর্মকার (বয়স ১১) এক পা না থাকার পরও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় এসে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করে তার বিভাগে সফলতার সঙ্গে পরবর্তী পর্যায়ে উন্নীত হয়।

খুদে সাঁতারু পল্লবের দারুণ ইচ্ছাশক্তিতে মুগ্ধ হয়ে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ জানান, ‘এক পা নিয়েও সে সাঁতারের পুলে নেমেছে। চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় চলে এসেছে। পল্লবের এই ব্যাপারটা পুরো দেশের জন্যই অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি বিশ্বাস করি তারাই একদিন বাংলাদেশকে আন্তর্জাতিক পুরস্কার এনে দেবে।’

পল্লব কুমার কর্মকার এর বাবা কাজল কর্মকার, মা শিউলী রানী কর্মকার। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবতলা। সে ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। ছেলেবেলায় দুর্ঘটনায় একটি পা হারানো এই বিস্ময় বালক চাপাইনবাবগঞ্জের সেরা সাঁতারুদের একজন। একটি পা না থাকলেও দমে যায়নি পল্লব। পানিতে ঝড় তোলার স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছে সে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চায় পল্লব। হতে চায় বিশ্বমানের একজন সাঁতারু।

প্রসঙ্গত,  দ্বিতীয় পর্বের বাছাইয়ে প্রতিযোগীদের শারীরিক কাঠামো, সাঁতারের স্টাইল এবং টাইমিং বিবেচনায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাচন কমিটি তৃতীয় পর্বের জন্য বয়সভিত্তিক নারী ও পুরুষ মোট ১৬০ জন প্রতিযোগীকে মনোনীত করবেন। তৃতীয় পর্বে মনোনীত এই ১৬০ জন প্রতিযোগীদের বিদেশী প্রশিক্ষকের মাধ্যমে ৩ মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হবে।

About পরিবার.নেট

পরিবার বিষয়ক অনলাইন ম্যাগাজিন ‘পরিবার ডটনেট’ এর যাত্রা শুরু ২০১৭ সালে। পরিবার ডটনেট এর উদ্দেশ্য পরিবারকে সময় দান, পরিবারের যত্ন নেয়া, পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করা, পারিবারিক পর্যায়েই বহুবিধ সমস্যা সমাধানের মানসিকতা তৈরি করে সমাজকে সুন্দর করার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। পরিবার ডটনেট চায়- পারিবারিক সম্পর্কগুলো হবে মজবুত, জীবনে বজায় থাকবে সুষ্ঠুতা, ঘরে ঘরে জ্বলবে আশার আলো, শান্তিময় হবে প্রতিটি গৃহ, প্রতিটি পরিবারের সদস্যদের মানবিক মান-মর্যাদা-সুখ নিশ্চিত হবে । আগ্রহী যে কেউ পরিবার ডটনেট এর সাথে সঙ্গতিপূর্ণ যেকোনো বিষয়ে লেখা ছাড়াও পাঠাতে পারেন ছবি, ভিডিও ও কার্টুন। নিজের শখ-স্বপ্ন-অনুভূতি-অভিজ্ঞতা ছড়িয়ে দিতে পারেন সবার মাঝে। কনটেন্টের সাথে আপনার নাম-পরিচয়-ছবিও পাঠাবেন। ইমেইল: poribar.net@gmail.com

View all posts by পরিবার.নেট →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *