সুলতানাস ড্রিম বললেই মনে পড়ে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার কথা। ১৯০৫ সালে মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিস ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল ‘সুলতানাস ড্রিম’ শিরোনামের লেখা। এর অনূদিত রূপ ‘সুলতানার স্বপ্ন’। নিজের সুখ-স্বাচ্ছন্দ বিসর্জন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এই মহিয়সী নারী। আমরা আজ জানাব ভিন্ন একটি সুলতানাস ড্রিম এর কথা। ঢাকার সাভারে সুলতানাস ড্রিম নামের এই উদ্যোগটি নিয়েছেন আবিদা সুলতানা চৌধুরী।
সুলতানাস ড্রিম উদ্যোগটি নতুন। উদ্যোগের বয়স মাত্র এক বছর। তবে এই নারী উদ্যোক্তা তার উদ্যোগটি নিয়ে অত্যন্ত আশাবাদী। তিনি উদ্যোগটিকে নিয়ে যেতে চান অনেক দূর, বহুদূর। কর্মসংস্থানের পাশাপাশি ভালোমানের পণ্য সবার কাছে পৌঁছে দিতে চান তিনি। নিজের প্রতিভার সঠিক বিকাশের সুযোগও তিনি করে নিতে চান নিজের উদ্যোগের মাধ্যমেই।
সুলতানাস ড্রিম উদ্যোগটির উদ্দেশ্যে শুধু মুনাফা নয়। আবিদার ইচ্ছা ভালোমানের পোশাক সরবরাহের মাধ্যমে ক্রেতাকে সেবা দেয়া।
উদ্যোগটি নিয়ে অভিজ্ঞতা জানতে চাইলে আবিদা বলেন, ‘সুলতানাস ড্রিম উদ্যোগটি শুরু করেছি একবছর হলো। তবে উদ্যোগটির স্বপ্ন দেখতে শুরু করেছিলাম আরো বেশ আগেই। প্রস্তুতির অংশ হিসেবে বেশ কয়েকটি ট্রেনিং নিয়েছি। ব্লক, বাটিক, সেলাই এর উপর ট্রেনিং নিয়েছি। আমি মনে করি যে যে কাজ করবে সে কাজ সম্পর্কে আগে ভালোভাবে জানাটা জরুরি। প্রয়োজনীয় প্রশিক্ষণ নিলে, দক্ষতা থাকলে উদ্যোগ সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। তাই ট্রেনিংটাকেই আমি আগে অগ্রাধিকার দিয়েছি।’
উদ্যোগটি নিয়ে ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে আবিদা বলেন, ‘এই উদ্যোগটিতে প্রতিষ্ঠিত করতে চাই। এর জন্য যা যা পদক্ষেপ নিতে হবে নিবো। আমি এটিকে ভালোমানের একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। সুলতানাস ড্রিমের মাধ্যমে মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই।’
সুলতানাস ড্রিমে নিজস্ব ডিজাইন করা ব্লক, হাতের কাজ, এম্ব্রয়ডারি, বাটিক এর ড্রেস, চাদর, বেবি ড্রেস, পর্দা তৈরি করা হয়।
যোগাযোগ :
ফোন নং : ০১৯১১৬৫৯১৫১
ই-মেইল : abidasultana.chowdhury@gmail.com
ঠিকানা: সাভার, ঢাকা